ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

রাফাতের অ্যালবামে আঁখির গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, জানুয়ারি ২৯, ২০১৫
রাফাতের অ্যালবামে আঁখির গান আঁখি আলমগীর ও রাফাত

সুফি গায়ক হিসেবেই পরিচিত সংগীতশিল্পী । তার তৃতীয় একক ‘সুফিয়ানা’ অ্যালবামের পর এবারের ভালোবাসা দিবসে আসছে তার নতুন অ্যালবাম ‘সুফিয়ানা সিজন ২’।

এ অ্যালবামের দুটি গানে রাহাতের সঙ্গে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। ২৮ জানুয়ারি মোহাম্মদপুরে জেকে’এর স্টুডিওতে গান দুটোর রেকর্ড সম্পন্ন হয়েছে।

গানদুটোর শিরোনাম ‘আশেকান দিল’ ও ‘শিরোনামে ২’। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বাংলানিউজকে বলেন, ‘দুটি গান দুই রকমের। সুফি ধরনার গান করে রাফাত। তার সঙ্গে গানদুটিতে কন্ঠ দিয়ে ভালোলেগেছে। আমা করছি, শ্রোতারা পছন্দ করবে গানদুটি। ’

রাফাতের নতুন এ অ্যালবামে গান থাকবে মোট ১০টি। এরমধ্যে ‘শিরোনামে ২’ এর গানের সুর করেছেন রাফাত এবং সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। আর রাফাতের সুরে ‘আশেকান দিল’ গানটির সংগীত পরিচালনা করেছেন জে কে। গান দুটো লিখেছেন এফ আই শহীদ ও রাফাত।

রাফাত জানান, এবারের ভালোবাসা দিবসে লেজার ভিশন থেকে আসবে তার নতুন এ অ্যালবাম।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।