ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

বাজলো জনি ডেপের বিয়ের সানাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বাজলো জনি ডেপের বিয়ের সানাই জনি ডেপ ও অ্যাম্বার হার্ড

ভালোবেসে ঘর বাঁধলেন জনি ডেপ। প্রেমিকা অ্যাম্বার হার্ডকে বিয়ে করেছেন হলিউডের এই সুপারস্টার।

৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে চুপিসারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ডেপ ও অ্যাম্বারের বাগদান হয় দুই বছর আগে। ২০১১ সালে ‘দ্য রাম ডায়েরি’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তারা প্রেমে পড়েন। পিপল সাময়িকী সম্প্রতি এক খবরে আভাস দিয়েছিলো, চলতি সপ্তাহে বাহামা দ্বীপে বিয়ের কাজটা সেরে ফেলবেন দু’জনে। হলোও তা-ই।

গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারজয়ী ৫১ বছর বয়সী ডেপ এর আগে ১৯৮৩ সালে রূপসজ্জাকর লরি অ্যান অ্যালিসনকে বিয়ে করেছিলেন। দুই বছর পরেই তা ভেঙে যায়। তারপর মার্কিন অভিনেত্রী উইনোনা রাইডার, ব্রিটিশ মডেল কেট মস ও ফরাসি গায়িকা-অভিনেত্রী-গায়িকা ভ্যানেসা প্যারাডিসের সঙ্গে প্রেমের সাম্পানে ভেসেছিলেন মার্কিন এই তারকা। তাদের মধ্যে ভ্যানেসার সঙ্গে একই ছোদের নিচে থাকার ফসল হিসেবে দুই সন্তানের বাবা হন ডেপ। অবশেষে ২৮ বছর বয়সী অ্যাম্বারে থিতু হলেন তিনি। অ্যাম্বারের এটাই প্রথম বিয়ে।

* ‘দ্য রাম ডায়েরি’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।