ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

সংঘবদ্ধ পরিণীতি ও আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সংঘবদ্ধ পরিণীতি ও আলিয়া

‘এআইবি নকআউট’ নামের একটি অনুষ্ঠানে আপত্তিকর এবং অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে করণ জোহর, অর্জুন কাপুর এবং রণবীর সিংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। এত বিতর্কের কারণে অনুষ্ঠানটি ইউটিউব থেকেও তুলে নেওয়া হয়েছে।

তবে ‘এআইবি নকআউট’কে সমর্থন জানিয়েছেন পরিণীতি চোপড়া ও আলিয়া ভাট।

আলিয়া টুইটারে লিখেছেন, ‘জীবনটা এত কঠিন করে নেওয়ার কোনো মানেই হয় না। কিছু শিখুন। ’ পরিণীতি লিখেছেন, ‘কাউকে জোর করে অনুষ্ঠানটি দেখানো হচ্ছে না। যার পছন্দ হবে সে দেখবে। কিন্তু বিরুদ্ধচারণের কোনো মানে নেই। বিষয়টা একটু সহজভাবে নিলেই তো হয়। ’

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।