ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

উৎসবে ‘ভালোবাসবোই তো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, ফেব্রুয়ারি ৬, ২০১৫
উৎসবে ‘ভালোবাসবোই তো’ ওমর সানি, মৌসুমী ও নিলয়

ওমর সানি, মৌসুমী ও নিলয়ের ছবি ‘ভালোবাসবোই তো’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। জানা গেছে, উৎসবমুখর দিনে মুক্তি দেওয়া হবে এটি।



অসম প্রেমের কাহিনী নির্মিত এ ছবিটির কাজ শুরু করেছিলেন প্রখ্যাত পরিচালক বেলাল আহমেদ। কিন্তু নিয়তির নিয়মে অর্ধেক কাজ শেষ করেই মৃত্যুবরণ করেন তিনি। বাকি কাজ শেষ করেন মৌসুমী।

মৌসুমী বাংলানিউজকে বলেন, ‘বেলাল ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকেই তার অসমাপ্ত কাজ শেষ করেছি। আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডকে ধন্যবাদ। ’

বাংলাদেশ সময় :  ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।