ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

রিয়াজের সঙ্গে এবার মেহজাবিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, ফেব্রুয়ারি ৬, ২০১৫
রিয়াজের সঙ্গে এবার মেহজাবিন রিয়াজ ও মেহজাবিন

কয়েক মাসের ব্যবধানে তিশা, বাঁধন, শশী, নোভা, ঈশানাসহ অনেকের সঙ্গে জুটি হয়ে ছোটপর্দার নাটকে কাজ করেছেন চিত্রনায়ক রিয়াজ। এবার তার নায়িকাদের তালিকায় যুক্ত হলো মেহজাবিনের নাম।



‘শেষ পৃষ্ঠার গল্প’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন রিয়াজ ও মেহজাবিন। এটি লিখেছেন রায়হান খান, পরিচালনা করেছেন হৃদয়।

নাটকটিতে রিয়াজকে অমিত এবং মেহজাবিনকে ইমু চরিত্রে দেখা যাবে। তাদের পরিচয় হয় ইতালিতে। একসময় তারা দেশে ফেরে। ৬ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বাংলানিউজকে বলেন, ‘প্র্রথমবার রিয়াজ ভাইয়ের সঙ্গে অভিনয় করা হলো। বেশ ভালো লেগেছে কাজটি করে। ’

আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘শেষ পৃষ্ঠার গল্প’ ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় এশিয়ান টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।