ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

প্রথমবার লাভলুর সঙ্গে নিলয়-শশী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, ফেব্রুয়ারি ৭, ২০১৫
প্রথমবার লাভলুর সঙ্গে নিলয়-শশী সালাউদ্দিন লাভলু, শশী ও নিলয়

নতুন ধারাবাহিক নির্মাণ করছেন নির্মাতা সালাউদ্দিন লাভলু। নাম ‘খড়কুটো’।

কাজী শাহেদুল ইসলামের রচনায় এ নাটকে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করছেন নিলয় ও শশী। তারা প্রথমবার লাভলুর পরিচালনায় কোনো নাটকে জুটি হিসেবে কাজ করছেন।

এ প্রসঙ্গে নিলয় বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রফিক। প্রথমবার লাভলু ভাইয়ের সঙ্গে ধারাবাহিকে কাজ করছি। চরিত্র গ্রামের একটি ছেলে। বড় হবার পরও গ্রামের বাচ্চাদের সঙ্গে ফুটবল নিয়ে খেলাধুলা করে। এদিকে গ্রামের মেয়ে তৈয়বা (শশী) খুব পছন্দ করে। কিন্তু তৈয়বার বাবা রফিককে দেখতে পারেন না। ঘটে নানা ঘটনা। ’

পুবাইলে দৃশ্যধারন করা এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, নাদিয়াসহ ‍আরো অনেকে। খুব শিগগিরই যে কোনো টিভিতে এটি প্রচার হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।