ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এ যুগের আলাদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এ যুগের আলাদিন

আবার মঞ্চে সরব হলো মুক্তালয় নাট্যাঙ্গন। দলটি এবার এলো নতুন প্রযোজনা 'এ যুগের আলাদিন' নিয়ে।

গত ২৭ জুলাই সন্ধ্যা ৭টায় বাঙলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটি লিখেছেন চলচ্চিত্র পরিচালক শেখ আলাউদ্দিন, নির্দেশনা দিয়েছেন আমিনুল হক আমীন।

'এ যুগের আলাদিন' বর্তমান সময়ের ঘটনা প্রবাহ নিয়ে রচিত প্রতীকী নাটক। এতে রূপকথার আলাদিন এবং দৈত্যের চরিত্র উপমা ও প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

নাটকটিতে মর্জিনা ও বাসন্তী চরিত্রে মাধুরী খন্দকার এবং ফটিক চরিত্রে অভিনয় করেছেন আমিনুল হক আমীন। অন্যান্য চরিত্র ও অভিনয়শিল্পীরা হলেন ক্রেতা-মাহমুদ হাসান ইমন, মারিয়া-শেফালী কুসুম, আলাদিন-মুজাহিদ আমির, জেসমীন-আসমা আলম টুনি, দৈত্য-কিবরিয়া রহমান, লাঠিয়াল-আশিকুন নবী রিমন, জাহিদুল ইসলাম জনী, ইমরুল সুজন।

বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।