ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

কিশোর গাইছেন ‘পেয়েছি যে তোরে’ (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, আগস্ট ৪, ২০১৫
কিশোর গাইছেন ‘পেয়েছি যে তোরে’ (ভিডিও) কিশোর দাস

‘পেয়েছি যে তোরে
স্বপ্ন লাগা ঘোরে
মনজুড়ে শুধু তোর বিচরণ
শুধু তুই তুই করে এই মন
কারণ খুঁজে যায় অকারণ
এই দৃষ্টিতে, রোদ-বৃষ্টিতে
মন চায় তোকে চায় সারাক্ষণ...’

কিশোরের গাওয়া নতুন গানের মুখ। এর সুর-সংগীতও তারই।

গতকাল সোমবার রাতে ইউটিউবে উন্মুক্ত হয়েছে এটি। এরপর ফেসবুকে কিশোর লিখেছেন ‘প্রতীক্ষার পালা শেষ। সবার জন্য এটা আমার নতুন গান। ’

‘পেয়েছি যে তোরে’ শিরোনামের গানটি লিখেছেন শফিক তুহিন। স্টুডিওতে ধারণকৃত এর ভিডিওতে কিশোরের সঙ্গে দেখা যাচ্ছে তাকেও।

কিশোর জানান, শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেলে নিজের আগামী একক অ্যালবামে রাখবেন ‘পেয়েছি যে তোরে’। তিনি বললেন, ‘এর কথা অনেক সুন্দর। গানটি নিয়ে আমি আশাবাদী। ’

* ‘পেয়েছি যে তোরে’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১০২২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।