ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

হারশালির সামনে পরীক্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, আগস্ট ৯, ২০১৫
হারশালির সামনে পরীক্ষা হারশালি মালহোত্রা

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে হৃদয়ছোঁয়া অভিনয় করে বিশ্বের কোটি কোটি দর্শকের মন কেড়েছে হারশালি মালহোত্রা। কথা বলতে অক্ষম শাহিদা (মুন্নি) চরিত্রে তার অভিব্যক্তি ব্যাপক প্রশংসিত হয়েছে।

তবে আপাতত লেখাপড়ায় মন দিতে প্রচারের আলো থেকে সরে যাচ্ছে সে।

জানা গেছে, সামনে হারশালির পরীক্ষা। ফলে পড়াশোনায় মনোযোগী হতে হবে তাকে। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খান জানান, মা তার মেয়ের পড়াশোনার ব্যাপারে বরাবরই কঠোর। এ কারণে দৃশ্যধারণ চলাকালেও সাত বছর বয়সী মেয়েটি ছিলো বই হাতে মনোযোগী শিক্ষার্থী।

হারশালির মা মনে করছেন, ছবিটির কাজ করায় তার মেয়ের পড়ালেখার অনেক অসুবিধা হয়েছে। তবুও সালমান খানের কথা ভেবে অভিনয়ের অনুমতি দিয়েছিলেন তিনি। ‘বজরঙ্গি ভাইজান’ অভাবনীয় সাফল্য পেয়েছে, তার মেয়েরও খ্যাতি এসেছে। আর নয়, এবার কয়েক বছর হারশালিকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চান তিনি।   

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।