ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

অন্য এক ভুবনে তারা দু’জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, আগস্ট ৯, ২০১৫
অন্য এক ভুবনে তারা দু’জন

তারা দু’জন হচ্ছেন বাঁধন ও তানভীর। এ ‘অন্য ভুবন’ তানভীরের নয়, বাঁধনের।

টেলিছবিতে তার চরিত্রের নাম অর্পিতা। অর্পিতা ভালোবেসেছিলো সায়েমকে, মানে ইন্তেখাব দিনারকে। বিয়েও করেছিলো। কিন্তু টেকেনি। ফিরে আসতে হয় অর্পিতাকে। তারপর শুরু হয় তার একার সংগ্রাম। এ সংগ্রামে সে কাছাকাছি, পাশাপাশি পায় তানভীরকে।

টেলিছবি ‘অর্পিতার অন্য এক ভুবন’-এর গল্প এটি। লিখেছেন ও পরিচালনা করেছেন ইভান রেহান। দৃশ্যধারণ শেষ হয়েছে সম্প্রতি। এতে তানভীর প্রায় একবছর পর সহশিল্পী হিসেবে বাঁধনকে পেয়েছেন। বছরখানেক আগে এশিয়ান টিভির ‘প্রতিপক্ষ’ নামে ছয় পর্বের একটি ধারাবাহিকে জুটি হয়ে অভিনয় করেছিলেন তারা।

‘অর্পিতার অন্য এক ভুবন’ প্রচার হবে চ্যানেল আইয়ে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।