ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

ঢাকার পর কলকাতায় ‘শিশিরের স্পর্শে গাঁথা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, আগস্ট ২২, ২০১৫
ঢাকার পর কলকাতায় ‘শিশিরের স্পর্শে গাঁথা’

নজরুলসংগীত সম্রাজ্ঞী প্রয়াত ফিরোজা বেগমের ভাইজি কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের নতুন অ্যালবাম ‘শিশিরের স্পর্শে গাঁথা’ ঢাকার পাশাপাশি এবার প্রকাশিত হলো কলকাতায়ও। গত ১৮ আগস্ট কলকাতার প্রেসক্লাবে এর মোড়ক উন্মোচন করা হয়।

ওপারে এটি বাজারে এনেছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি।

পূর্বাশা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ সংগীতশিল্পী কল্যানী কাজী শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ ছাড়া ছিলেন নির্মলা মিত্র, অরিন্দম কাজী, অনিন্দিতা কাজী, সৈকত মিত্র, মানসী মুখোপাধ্যায়, সুস্মিতা গোস্বামী প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটির বিশেষ মুহূর্তগুলো সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে শিগগিরই।

ঢাকায় অ্যালবামটির প্রকাশনা হয়েছে গত ১৩ আগস্ট। ‘শিশিরের স্পর্শে গাঁথা’ বাজারজাত করেছে জি-সিরিজ। অনলাইনে অ্যালবামটির পরিবেশনার দায়িত্বে রয়েছে নিউইয়র্ক ভিত্তিক ডিজিটাল প্রকাশনা প্রতিষ্ঠান এমই লেবেল, মোবাইল কনটেন্ট পরিবেশনার দায়িত্বে রয়েছে গ্যাক মিডিয়া (বিডি) লিমিটেড। অ্যালবামটির ডিজিটাল মার্কেটিং করছে কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান ভিটাইজো কর্পোরেশন।

এটি সুস্মিতার পঞ্চম অ্যালবাম। এতে রয়েছে নজরুলের জনপ্রিয় দশটি গানের সংকলন। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খ্যাতনামা তবলাবাদক সৈয়দ মেহের হোসেন। তার সঙ্গতে আগামী ২৪ আগস্ট চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুস্মিতা আনিস। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল সাড়ে ৭টায়।

বাংলাদেশ সময় : ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।