ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

বিয়ের পর কাজে সুমাইয়া শিমু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বিয়ের পর কাজে সুমাইয়া শিমু মাজনুন মিজান ও সুমাইয়া শিমু

আশংকা ছিলো, হয়তো সুমাইয়া শিমু অভিনয় থেকে বিদায়ই নেবেন বিয়ের পর। কিন্তু না, তিনি অভিনেত্রী।

অভিনয়েই তার মনের খোরাক। তাই বিয়ের পর, নতুন সংসার সাজিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে নাটকের দৃশ্যধারণে অংশ নিয়েছেন সুমাইয়া শিমু। নাটকের নাম ‘ব্রিফকেস’। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মাজনুন মিজান ও পাভেল ইসলাম। ‘ব্রিফকেস’ প্রচার হবে আগামী কোরবানির ঈদে, এনটিভিতে।

চিত্রনাট্য লিখেছেন লতিফুল ইসলাম শিবলী, পরিচালনায় সনি চৌধুরী। পরিচালক বাংলানিউজকে জানাচ্ছেন, ব্রিফকেসটি নিয়েই গল্প। এক রাতে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। সেখানে একটি ব্রিফকেস কুড়িয়ে পায় নায়ক। জীবন বদলে যায় তার।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কেবিএন/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।