ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

অমিতাভ বচ্চনের প্রিয় নায়িকা যিনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, সেপ্টেম্বর ১৮, ২০১৫
অমিতাভ বচ্চনের প্রিয় নায়িকা যিনি অমিতাভ বচ্চন

টুইটারে সবসময় নিজের ভালো লাগা মন্দ লাগা সবকিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেন অমিতাভ বচ্চন। এবার টুইটারে তিনি জানিয়েছেন, তার পছন্দের নায়িকার কথা।

তার পছন্দের নায়িকা হলো ওয়াহিদ‍া রেহমান।

সম্প্রতি একটি বই উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন অমিতাভ। সেখানেই তার সঙ্গে দেখা হয় ওয়াহিদা  রেহমানের। তারপর পুরনো দিনের নানা কথা ফিরে এলো বিগ বি-র মনে।

এ বিষয়ে টুইটারে ৭২ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘যখন থেকে ছবি দেখা শুরু করি, তখন থেকেই ওয়াহিদা রহমান আমার প্রিয় নায়িকা। ৪৫ বছর আগে তার সঙ্গে আমার দেখা হয়েছিলো। তারপর ‘কাভি কাভি’, ‘আদালত’, ‘ত্রিশুল’ ছাড়াও অনেক ছবিতে আমরা একসঙ্গে অভিনয় করেছি। ’

অমিতাভ বচ্চন এখন ব্যস্ত বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘ওয়াজির’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী ফারহান খান, জন অ্যাব্রাহাম, নীল নীতিন মুকেশ ও অদিতি রাও হায়দারি। ছবিটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।