ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

সেই থিয়েটারে ‘দিলওয়ালে’র প্রথম গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, নভেম্বর ১৯, ২০১৫
সেই থিয়েটারে ‘দিলওয়ালে’র প্রথম গান ‘গেরুয়া’ গানের দৃশ্যে শাহরুখ খান ও কাজল

মারাঠা মন্দির থিয়েটার-এর সঙ্গে পরিচিত শাহরুখ-কাজল ভক্তরা। কারণ এই সিনেমা হলে দীর্ঘ ২০ বছর ধরে চলেছে এই জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি।

ঐতিহ্যবাহী থিয়েটারটিতে এবার শাহরুখ-কাজলের নতুন ছবি ‘দিলওয়ালে’র প্রথম গান মুক্তি দেওয়া হলো।  

‘গেরুয়া’ শিরোনামের গানটির সুর করেছেন প্রীতম চক্রবর্তী। গেয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্র। কোরিওগ্রাফিতে আছেন ফারাহ খান। দৃশ্যধারণ করা হয়েছে আইসল্যান্ডে।

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’তে পাঁচ বছর পর ফের একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন শাহরুখ খান ও কাজল। এটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর। এতে আরও আছেন বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, জনি লিভার, বোমান ইরানি। ওই একই ‍দিন মুক্তি পাবে সঞ্চয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’। এতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

‘গেরুয়া’ গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।