ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

কে কার সৎ ভাই?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, নভেম্বর ১৯, ২০১৫
কে কার সৎ ভাই? অমিত হাসান ও ফেরদৌস

মুক্তিযুদ্ধের সময়কার গল্প। থাকবে ভাষা আন্দোলনের রেশও।

একই পরিবারের দুই ভাই, একজন মা। এক ভাই দেশ স্বাধীন করতে যোগ দেয় মুক্তিযুদ্ধে, অন্যজন হয়ে ওঠে রাজাকার। এদিকে দুই ভাইয়ের কেউই জানেনা কে সৎ সন্তান। কাহিনীর এক পর্যায়ে একজনকে মায়ের হাতে প্রাণ দিতে হয়। তখনই প্রমাণ হবে কে সৎ সন্তান। এমনই গল্প নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি তৈরি করছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

তিনি বলছিলেন, ‘এই গল্প নিয়েই আমার পরবর্তী ছবি। চিত্রনাট্য লেখা শেষ। অভিনেতা-অভিনেত্রীও চূড়ান্ত। দৃশ্যধারণে যাওয়ার সম্ভাব্য তারিখও ভাবা হয়ে গেছে। ’

এদিকে ছবির নাম নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন ঝন্টু। তিনটি নাম ভেবে রেখেছেন তিনি। এগুলো হলো ‘বায়ান্ন থেকে একাত্তর’, ‘বীর বীরাঙ্গনা’ ও ‘মুক্তিযোদ্ধা-রাজাকার’। কিন্তু কোনটি শেষ পর্যন্ত ছবির নাম হিসেবে চূড়ান্ত হবে, এখনও জানেন না ঝন্টু।

দুই ভাইয়ের একজন, যে মুক্তিযোদ্ধা, ওই চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস। রাজাকার হবেন অমিত হাসান। থাকছেন নিপুন, রত্না, বিথি রানী সরকার। আমজাদ হোসেনও অভিনয় করবেন।

ছবিটির নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলছিলেন, ‘জানুয়ারির শুরুর দিকে আমরা দৃশ্যধারণে যাবো। ’ এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।