ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘দিলওয়ালে’-ই হতে চান রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, নভেম্বর ১৯, ২০১৫
‘দিলওয়ালে’-ই হতে চান রণবীর-দীপিকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

রণবীর-দীপিকার রসায়নের কথা নতুন করে বলার কিছুই নেই। এই জুটির রসায়নকে তুলনা করা হয় শাহরুখ খান ও কাজলের সঙ্গে।

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’র কাজ নিয়ে এখন ব্যস্ত শাহরুখ-কাজল। এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর ফের পর্দায় হাজির হচ্ছেন তারা।

অন্যদিকে, ব্যস্ত রণবীর-দীপিকাও। নিজেদের নতুন ছবি ‘তামাশা’র প্রচারণা নিয়ে। তবে যখন সম্প্রতি এক প্রচারণা অনুষ্ঠানে তাদেরকে প্রশ্ন করা হলো, বলিউডের কোন ছবির অংশ হিসেবে নিজেদেরকে দেখতে চান? উত্তরে দু’জনই একবাক্যে, বিন্দুমাত্র চিন্তা না করে বলে দিলেন- ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

শুধু এটুকুতেই থেমে থাকলেন না দীপিকা। আরও বললেন, ‘এটি এমনই এক প্রেমের গল্প, যা নতুন প্রজন্মকে প্রভাবিত করেছে। অন্যভাবে ভাবতে শিখিয়েছে। অন্য সবার মতো আমরাও ভক্ত এ ছবির। ’

রণবীর-দীপিকার ‘তামাশা’ মুক্তি পাবে ২৭ নভেম্বর। এছাড়াও দীপিকা কাজ করছেন সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’তে। এতে তার সহশিল্পী রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।