ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

দিন গুনছেন সনিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, নভেম্বর ২৩, ২০১৫
দিন গুনছেন সনিকা সনিকা

‘দিন গুনছি’ বলে শুরু করলেন আলাপ। দিন তো গোনারই কথা, অপেক্ষায় থাকারই কথা।

এ অপেক্ষা মধুর। মারজিয়া কবির সনিকা (ডিজে সনিকা) মা হচ্ছেন। তার গর্ভে এখন কন্যাসন্তান। তার পৃথিবী দেখার দিন ঘনিয়ে এসেছে। সনিকা জানাচ্ছেন, চিকিৎসকের দেওয়া সম্ভাব্য দিনক্ষণ অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সন্তানের মুখ দেখা যাবে।

৩৭ সপ্তাহ ধরে গর্ভে সন্তান নিয়ে তাই অপেক্ষা কবে পৃথিবীতে আসবে সে! ‘ডেলিভারি পেইন সম্পর্কে কোনো ধারণা নেই। জানি না কী আছে কপালে! আগামী কয়েক সপ্তাহ অনেক ভালো যাবে, সে আশাই করছি’- বলছিলেন সনিকা। গত আগস্ট থেকেই সব কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়েছেন জনপ্রিয় এই ডিজে-অভিনেত্রী। পারিবারিক আবহেই থাকছেন সারাক্ষণ।

সনিকা এ বছর চট্টগ্রামের ছেলে জয়নুল আদি ইসলাম সেজানকে বিয়ে করেন। এর আগে দীর্ঘদিন ধরে মন দেওয়া-নেওয়া চলছিলো তাদের মধ্যে।



বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।