ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দীপিকা অনুমতি দিলেই রণবীরের বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
দীপিকা অনুমতি দিলেই রণবীরের বিয়ে! দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর

রণবীর কাপুরকে বাগে পেলেই ভারতীয় সাংবাদিকরা একটা প্রশ্ন অবধারিতভাবে করেন। সেটা হলো- ক্যাটরিনা কাইফকে কবে বিয়ে করছেন? কিন্তু এর কোনো সদুত্তর মেলেনি।

উল্টো ঋষি কাপুর-নিতু সিং দম্পতির পুত্রর নতুন ছবি ‘তামাশা’র সহশিল্পী দীপিকা পাড়ুকোন জানিয়ে দিলেন, তিনি অনুমতি না দিলে নাকি ৩৩ বছর বয়সী রণবীর বিয়ের পিঁড়িতে বসবেন না!

রণবীর ও দীপিকা এক বছর চুটিয়ে প্রেম করেছেন। সম্পর্কের ছাড়াছাড়ির পরও তাদের মধ্যে হৃদ্যতা কমেনি। পর্দায় দু’জনের রসায়নেও ভাটা পড়েনি। প্রেম ভেঙে যাওয়ার পর এ জুটির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সাফল্য কে না দেখেছে! এবার মুক্তির অপেক্ষায় ‘তামাশা’। ইমতিয়াজ আলি পরিচালিত ছবিটির প্রচারণা অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিকের বিয়ে প্রসঙ্গে পিটিআইকে দীপিকা রসিকতার সুরে বলেন, ‘আমি অনুমতি না দিলে রণবীর বিয়ে করতে পারবে না। ’

এদিকে বিয়ে করছেন কবে জানতে চাইলে রণবীর বলেন, ‘এটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি বিয়ে বিশ্বাসী মানুষ। যখন বিয়ে করবো, পুরো দুনিয়া জানবে। ’

‘তামাশা’ হলো রণবীর-দীপিকা জুটির তৃতীয় ছবি। শুরুটা ছিলো ‘বাচনা এ হাসিনো’ দিয়ে। দু’জনেরই বলিউডে অভিষেক হয় ২০০৭ সালে। সঞ্জয়লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ দিয়ে রণবীর এবং শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে পথচলা শুরু করেন দীপিকা। রণবীর বলেন, ‘মনে হচ্ছে গতকালই বলিউডে প্রথম এসেছি আমরা! ‘সাওয়ারিয়া’র সেট থেকে দীপিকাকে ‘ওম শান্তি ওম’-এর সেটে হেঁটে যেতে দেখেছিলাম। কীভাবে যে আট বছর চলে গেলো, টেরই পেলাম না। আমরা পরিশ্রম করেছি, এগিয়েছি। ’

দীপিকার কাছেও রণবীর পাল্টাননি। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আট বছর আগে যেমন ছিলো ও, এখনও তেমনই আছে। একই বছর অনেক অভিনয়শিল্পীর অভিষেক হওয়ার খবর আমরা শুনি, কিন্তু একই দিনে দু’জনের পথচলা শুরুর ঘটনা সচরাচর ঘটে না। আমার আর রণবীরের বেলায় এই দুর্লভ ঘটনাই ঘটেছে। আশা করি, ও কখনও পাল্টাবে না। ’



বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।