ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

কর্মচারিদের চমকে দিলেন সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, নভেম্বর ২৮, ২০১৫
কর্মচারিদের চমকে দিলেন সোনম সোনম কাপুর

সুখের সাম্পানে ভাসছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তার নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ বক্স অফিসে ব্যবসার দিক দিয়ে হুলস্থুল কান্ড ঘটিয়ে চলেছে।

এটাই তার আট বছরের ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য।

কেতাদুরস্ত তারকা হিসেবে পরিচিত সোনম ছবিটিতে রানীর ভূমিকায় অভিনয় করেছেন। প্রযোজকের পকেট যেমন ভারি হচ্ছে, তেমনি অভিনয়ের প্রশংসায়ও ভাসছেন তিনি। তাই নিজের সব কর্মকর্তা-কর্মচারিকে বাজারে আসা নতুন ট্যাব উপহার দিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

‘প্রেম রতন ধন পায়ো’র জন্য পাওয়া প্রশংসার পেছনে কর্মকর্তা-কর্মচারিদের অবদান আছে বলে মনে করেন সোনম। পেশাদারি পথচলায় তাদেরকে ধন্যবাদ জানানোর জন্যই ট্যাব উপহার দেওয়ার ইচ্ছা হলো তার। সঙ্গে যুক্ত করে দিয়েছেন নিজের হাতে লেখা নোট।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।