ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কিশোর কুমারের পরিবারের আপত্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, নভেম্বর ২৯, ২০১৫
কিশোর কুমারের পরিবারের আপত্তি কিশোর কুমার

কিশোর কুমারকে নিয়ে চলচ্চিত্র তৈরির অনুমতি দিলো না তার পরিবার। এটি বানাতে চেয়েছিলেন অনুরাগ বসু।

কিশোরের ভূমিকায় কাজ করার সম্মতিও জানিয়ে রেখেছিলেন রণবীর কাপুর। কিন্তু শেষ পর্যায়ে বেকে বসলেন প্রয়াত এই সংগীতশিল্পী-অভিনেতার পরিবারের সদস্যরা।

কিশোরের পরিবারের কাছে ছবিটির চিত্রনাট্য মনের মতো হয়নি। তাছাড়া এতে নাকি বেশকিছু ভুলও আছে। তাই চিত্রনাট্য দেখার পর অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দিতে দেরি করেননি তারা।

তিন বছর আগে ‘বরফি’ বানানোর পরেই এ ছবি তৈরির ইচ্ছা ছিলো অনুরাগ বসুর। কিন্তু পরে তারা শুরু করেন ‘জাগ্গা জাসুস’। কিন্তু কিশোর ও তার সময় নিয়ে গবেষণা করতে গিয়ে পিছিয়ে যায় কাজ। এবার সব আয়ত্ত্বে থাকলেও কিশোরের পরিবারের আপত্তির কারণে দুয়ার বন্ধ হয়ে গেলো!

তবে আশার কথা হরো, রণবীরের জন্য আরেকটি দরজা খুলে গেছে। তিনি অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ভূমিকায়। এটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।