ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

পুত্রদের নিয়ে সুইজারল্যান্ডে হৃতিকের বড়দিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, ডিসেম্বর ১৭, ২০১৫
পুত্রদের নিয়ে সুইজারল্যান্ডে হৃতিকের বড়দিন

আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হৃতিক রোশন। কিন্তু এই ব্যস্তত‍ার মাঝেও দুই ছেলে হৃহান ও হৃধানকে নিয়ে সময় কাটাতে ভোলেন না ৪১ বছর বয়সী এই অভিনেতা।



সুপারহিরো হওয়ার পাশাপাশি কিভাবে সুপারপাপাও হতে হয়, তার উদাহরণ বোধহয় বলিউডের এই অভিনেতা। বছর শেষের ছুটিতে যখন অনেকেই থার্টি ফার্স্ট নাইটের পরিকল্পনায় মশগুল, তখন হৃত্বিকের পরিকল্পনায়- দুই পুত্র। তাদেরকে নিয়ে ঘুরে বেড়ানো।

স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর বাচ্চাদের খুব একটা কাছে পান না হৃতিক। তাদের সঙ্গে থাকার উপলক্ষ্য একেবারেই হাতছাড়া করেন না তিনি। তাইতো বড়দিনে দুই পুত্রকে নিয়ে পাড়ি দিচ্ছেন সুইজারল্যান্ডে। এ বছর বড়দিনের ছুটিটা দুই ছেলেকে নিয়ে বিদেশেই কাটানোর পরিকল্পনা করেছেন বলিউডের এই সুপারস্টার।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।