ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

চীনে মিঠুসহ চারজনের চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, ডিসেম্বর ২, ২০১৫
চীনে মিঠুসহ চারজনের চিত্র প্রদর্শনী

চলচ্চিত্রকার হিসেবে খ্যাতি পেয়েছেন খালিদ মাহমুদ মিঠু। চিত্রশিল্পী হিসেবেও তিনি সমান পরিচিত।

এবার তার ছবির প্রদর্শনী হবে চীনে। মিঠুর সঙ্গে থাকবেন আরও তিন চিত্রশিল্পী। তারা হলেন- শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের সাবেক পরিচালক আ ফ ম সালাউদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোহাম্মদ নজরুল ইসলাম এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের চারুকলা অনুষদের চেয়ারপার্সন শিল্পী শাহজাহান আহম্মেদ বিকাশ।

জানা যায়, চীনের সাংহাইয়ের জিয়াং ইয়ানে জাতিসংঘের এশিয়ান কালচারাল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত গ্লোবাল পেইন্টিং আর্টিস্ট এক্সচেঞ্জ কনফারেন্সে এর আয়োজন করা হয়েছে।

আ ফ ম সালাউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি ওই সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে এই শতাব্দীর উন্নয়নের সীমানা নির্ধারণ করাসহ ২০৩০ সালের লক্ষ্য নির্দিষ্টকরণ করা হবে। এতে আমন্ত্রিত শিল্পীদের যৌথ প্রদর্শনীরও উদ্বোধন হবে। পরদিন আমন্ত্রিত শিল্পীরা ওয়ার্কশপে অংশ নেবেন ও একসঙ্গে ছবি আঁকবেন। শেষ দিন রয়েছে বিজয়ী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘন্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।