ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় বিয়ে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, ডিসেম্বর ৩, ২০১৫
দ্বিতীয় বিয়ে! তৌসিফ ও ঈশিকা

‘ঈশিকাকে দ্বিতীয়বারের মতো বিয়ে করছি’- ফেসবুকে তৌসিফ মাহবুবের এমন স্ট্যাটাসে লাইক-কমেন্ট নিয়ে হামলে পড়লো লোকে। শাড়িতে-পাঞ্জাবীতে বর-বউ সেজে দু’জনের ছবিও সেখানে।

ফলে বিশ্বাস করতে বাধা তো নেই! ভাগ্যিস ‘অন স্ক্রিন’ কথাটা লিখে দিয়েছিলেন, নইলে কেলেংকারিই হয়ে যেতো!

বাস্তবে তো তারা বিয়ে করেননি। নাটকের গল্পই বসিয়ে দিয়েছে বিয়ের পিঁড়িতে। ‘তবে দ্বিতীয়বার কেন?’ ঈশিকাকে প্রশ্ন করলে রসিয়ে উত্তরও দেন, “তৌসিফ আগে একবার আমাকে বিয়ে করেছিলো। ‘একদিন ছুটি হবে’ ধারাবাহিকে। এবার আবার হলো। ”

এই ‘দ্বিতীয় বিয়ে’র উপলক্ষ ধারাবাহিক নয়, একক নাটক। নাম ‘অতঃপর আবার বিয়ে’। এখানেও গোলমাল! বলছিলেন ঈশিকা, ‘আমরা দু’জন প্রেম করি। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আলোচনার সিদ্ধান্তও এগিয়ে যায়। কিন্তু..’। মেয়ের বাবা যখন এ বিষয় নিয়ে আলাপ করতে যান ছেলের বাবার কাছে, তেড়ে আসেন, ‘এক ছেলেকে ক’বার বিয়ে দেবো? ওকে তো আগে একবার বিয়ে দিয়েছি। ’ ব্যস, যায় কোথায়! ঈশিকা রেগে টুইটম্বুর, প্রেম পালায় পালায় অবস্থা।

সত্যিই বিয়ে হয়েছিলো আগে তার? ‘আরে না। ছেলের বাবার শর্টটার্ম মেমোরি। কিছুদিন পরপর সবকিছু ভুলে যায়। তখন উল্টাপাল্টা বলে’- বলেন ঈশিকা। মফস্বলের গল্প। দৃশ্যধারণ করতে তৌসিফ-ঈশিকা ছুটেছিলেন জামালপুরে। গিয়েছিলেন রহমত আলীও। গল্পে তিনি তৌসিফের বাবা।

‘অতঃপর আবার বিয়ে’ পরিচালনা করেছেন শেখ চয়ন। মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
কেবিএন/এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।