ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাহরুখ-অজয় বন্ধু নন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, ডিসেম্বর ১৭, ২০১৫
শাহরুখ-অজয় বন্ধু নন! শাহরুখ খান ও অজয় দেবগন

শাহরুখ খান ও অজয় দেবগনের সম্পর্ক ঠিক কেমন? কাজলকে নিয়ে কি দু’জনের জীবনে খানিকটা অস্বস্তি রয়েছে? নাকি সব ঝড়-ঝাপটা হাসি মুখে সামলে এই দুই ‘মহাপুরুষ’-এর তেজের আগুন চাপা দিয়ে রেখেছেন বুদ্ধিমতি কাজল? নাকি সবই এই ত্রয়ীর ‘পাবলিসিটি স্টান্ট’!

দীর্ঘদিন ধরেই এই তিনজনকে নিয়ে বলিউডে চলছে নানা জল্পনা। তারকাদের ঘরোয়া আড্ডাতেও এই বিষয়ে কম আলোচনা হয় না।

কিন্তু সব জল্পনায় ইতি টেনে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের ত্রিকোণ রহস্যের কেন্দ্রীয় চরিত্র কাজল। তার সরাসরি উত্তর, ‘না, শাহরুখ ও অজয় বন্ধু নয়। ’

যোগ করে বলিউডের এই অভিনেত্রী আরও বলেন, ‘হ্যাঁ, ওরা দু’জন বন্ধু নয়। তার মানে এটা কখনই নয় যে ওরা পরস্পরের শত্রু । ’

৪১ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, ‘একজন আমার বন্ধু আর একজন জীবনসঙ্গী। ওরা দু’জন একসঙ্গে পার্টিতে যায় না বা সেলফি তোলে না বলে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, ওরা পরস্পরকে অপছন্দ করে। তাই এ নিয়ে জল্পনার কোনও স্থান নেই। ’

কাজল এখন ব্যস্ত রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবির প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী শাহরুখ খান, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, বোমান ইরানি ও জনি লিভার। এটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।