দেড় বছর কী করেছেন আমব্রিন? আর করেননি কি? সদ্য শেষ হওয়া বিপিএলে উপস্থাপিকা হিসেবে প্রায় এক মাস টিভি পর্দায় হাজির ছিলেন তিনি। তাহলে বিরতিটা কীসের? তার মুখে শোনা গেলো- বিজ্ঞাপনের।
নতুন বিজ্ঞাপনটি একটি হাসপাতালের। এতে পরোপকার করতে দেখা যাবে আমব্রিনকে। তিনি জানালেন, ‘আত্মীয়-স্বজন ছাড়াও যে মানুষের উপকারে এগিয়ে আসার উদাহরণ রয়েছে, এখানে সেই গল্পটাই থাকছে। ’
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। আমব্রিন বললেন, ‘গত দেড় বছর প্রস্তাব পেলেও চিত্রনাট্য কিংবা নিজের ভূমিকা যুতসই মনে না হওয়ায় মডেল হইনি। এবারের গল্পটা খুব ভালো লেগেছে। ’
উপস্থাপনা আর বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি আমব্রিন এখন ব্যস্ত তিনটি ধারাবাহিক নাটক নিয়ে। এর মধ্যে মোহন খানের ‘নীড় খোঁজে গাঙচিল’ চলছে এটিএন বাংলায়। একই চ্যানেলে সামনে প্রচার হবে এসএ হক অলিকের ‘আয়নাঘর’। এ ছাড়া তিনি অভিনয় করছেন অরণ্য আনোয়ারের একটি ধারাবাহিকে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১৫
জেএইচ