ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রতিবাদী আলভী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, ডিসেম্বর ২৪, ২০১৫
প্রতিবাদী আলভী! ‘বাসন্তীপুর’ নাটকের দৃশ্যে আলভী

গ্রামের মেয়ে। কিন্তু গ্রামের আর পাঁচজনের মতো নয়।

বেশ বেপরোয়া। দাপিয়ে সাইকেল চালিয়ে বেড়ায়। গাছে উঠে ডাব পাড়ে। তাসও খেলে নাকি! গভীর রাত পর্যন্ত ক্যারাম খেলে মোড়ের দোকানে। আর প্রতিবাদী ভীষণ। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাকেই পাওয়া যায় আগে। লাঠিসোটা নিয়ে এগিয়ে যায়।

‘এ রকমই চরিত্র’ বলছিলেন আলভী। তিনি শুরু করেছেন নতুন ধারাবাহিক। নাম ‘বাসন্তীপুর’। ‘নাম পরিবর্তনও হতে পারে’- বলছেন ধারাবাহিকটির চিত্রনাট্যকার বরজাহান হোসেন। ফরিদুল হাসান পরিচালনা করছেন এটি। ইতোমধ্যে ১৩ পর্বের শুটিং শেষ।
alvi_inner
আলভীকে কেন্দ্র করেই ধারাবাহিকটির গল্প। জানাচ্ছিলেন তিনি, এই যে মেয়েটা, সবার বিপদে এগিয়ে যায়, একসময় তার বিপদে কিন্তু কেউ এগিয়ে আসে না। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, মম মোর্শেদ, তমাল, ডি.এ তায়েব প্রমুখ। ‘বাসন্তীপুর’ ধারাবাহিকটি আরটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।