ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

জন্মদিনে হৃদয় খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, জানুয়ারি ৩, ২০১৬
জন্মদিনে হৃদয় খান হৃদয় খান

ভক্তরা জানেন যে, গত বছরের জন্মদিনে বেশ উচ্ছ্বল ও আনন্দিত ছিলেন হৃদয় খান। এর কারণটাও সবার জানা।

প্রিয় মানুষ সুজানা জাফরের সঙ্গে তার জন্মদিনের সেই ছবিগুলো রীতিমত ভাইরাল হয়েছিলো। এর মধ্যে হৃদয়-সুজানার বিয়ে বিচ্ছেদের খবরও অজানা নেই কারও। রোববার (৩ জানুয়ারি) কেমন কাটছে জনপ্রিয় এই সংগীতশিল্পীর জন্মদিন?


বাংলানিউজের সঙ্গে আলাপে হৃদয় জানান, জন্মদিনে বিভিন্ন টিভি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। নিজের মতো করেই কাটছে দিনটা। ঘটা করে কোনো আয়োজন রাখা হয়নি। বিকেল থেকে তিনি সময় দেবেন পরিবারের সদস্যদের। এর মধ্যে একাধিকবার তাকে কাটতে হবে জন্মদিনের কেক।

এদিকে গত বছরের ৩১ ডিসেম্বর ইউটিউবে এসেছে হৃদয়ের নতুন একটি গান। এটি থাকছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবিতে। এই গানে ঠোঁট মিলিয়েছেন বাপ্পি। তার সঙ্গে আছেন বিদ্যা সিনহা সাহা মিম।

হৃদয় জানান, ‘এক ঝলকে’ শিরোনামের গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করছেন। ফলে মিলছে ইতিবাচক সাড়া।  


* হৃদয় খানের গাওয়া ‘এক ঝলকে’ গান :
  
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।