ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘প্রাণের খেলা’য় রাগ সংগীত ও রবীন্দ্রনাথের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
‘প্রাণের খেলা’য় রাগ সংগীত ও রবীন্দ্রনাথের গান

সুপ্রাচীনকাল থেকে উপমহাদেশে ধ্রুপদী সংগীত সাধনার সফল ধারা রচিত হয়েছে। বাদনযন্ত্রের সুর ও তালের মধুর মায়াজাল শ্রোতার চিত্তকে উদ্বেলিত ও প্রসারিত করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর বাণীও সুরের এক মহাসম্মিলন। তার গান কোমল ও মধুর, এসবে গাম্ভীর্য, উদারতা, ছন্দের গাণিতীক কাঠিন্য- সব আছে। কিন্তু সবই মাধুর্যে মোড়ানো। প্রকাশ রীতির এমন স্বকীয়তা সংগীতমনস্ক শ্রোতার হৃদয়ের বোধকে জাগ্রত করে।

ধ্রুপদী সংগীত ও কবিগুরুর গান নিয়ে এবার আয়োজন করা হয়েছে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। আগামী ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে এটি।

এবারের অনুষ্ঠানে প্রথমে এসরাজে রাগ সংগীত পরিবেশন করবেন শিল্পী অশোক কুমার সরকার। শেষে রবীন্দ্রনাথের গান গেয়ে শোনাবেন শিল্পী লাইসা আহমদ লিসা। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময় : ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।