ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

শ্রমিকদের সন্তানদের মাঝে অনন্তর পুত্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, জানুয়ারি ৮, ২০১৬
শ্রমিকদের সন্তানদের মাঝে অনন্তর পুত্র

পর্দায় ঢিশুম-ঢাশুম করেন, নায়িকার সঙ্গে প্রেমের গানে ঠোঁট মেলান; এসবের বাইরে অনন্তর বেশিরভাগ সময় কাটে তার নিজের তৈরি পোশাক কারখানা এজে গ্রুপের কার্যালয়ে। তার কারখানার শ্রমিকদের শিশুদের জন্য রয়েছে চিলড্রেন কেয়ার সেন্টার।

সেখানকার শিশুদের সঙ্গে সময় কাটালো অনন্তর পুত্র আরিজ। তারা একসঙ্গে খেলেছে। এখানে অনন্ত-বর্ষা দম্পতিও ছিলেন।

সেই মুহূর্তের একটি ছবি বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দিয়েছেন অনন্ত। এরই মধ্যে তার এই স্ট্যাটাস শেয়ার হয়েছে ৪১০ বার। অনেকে ইতিবাচক মন্তব্যও লিখেছেন নিচে।

একজন বলেন, ‘আপনি (অনন্ত) সত্যিই সাধারণ মানুষের নায়ক। ’ আরেকজন তাকে সেরা মানুষ আখ্যা দিয়েছেন। কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

গত বছরের ২৩ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুন গ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে আরিজের জন্ম হয়। আরবী নাম আরিজের অর্থ বুদ্ধিমান এবং সম্মানিত।

বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।