ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিদ্যাকে নিয়েই নতুন ‘কাহানি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জানুয়ারি ১৫, ২০১৬
বিদ্যাকে নিয়েই নতুন ‘কাহানি’ বিদ্যা বালান

সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ নিঃসন্দেহে বিদ্যা বালানের অভিনয় জীবনের সেরা কাজ। তবে ছবিটি মুক্তি পাওয়ার পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

এ কারণে এর দ্বিতীয় কিস্তিতে কাজ করার আগ্রহ দেখাননি বিদ্যা। তাই দীপিকা পাড়ুকোনকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক।

তবে সুজয় ও বিদ্যার শীতল যুদ্ধের অবসান হয়েছে। ফলে সুজয়ের প্রযোজনায় ‘তিন’ ছবিতে কাজ করছেন বিদ্যা। স্পটবয়ে ডটকম জানিয়েছে, ‘কাহানি টু’ ছবিতে কাজ করতে সম্মতি জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। চলতি বছরের এপ্রিলের শুরু হবে এর দৃশ্যধারণ।

‘কাহানি’ মুক্তির চার বছর পেরিয়ে গেলেও আর পরিচালনা করতে পারেননি সুজয়। মাঝে জাপানিজ উপন্যাস ‘দ্য ডেভোশান অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ‘দুর্গা রানী সিং’ নিয়ে এগিয়েছিলেন, কিন্তু সেটাও থমকে গেছে নানা জটিলতায়। অবশেষে ‘কাহানি টু’র মাধ্যমে পরিচালনায় ফিরছেন সুজয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।