ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বরিশালে আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
বরিশালে আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘নিয়মিত নাট্যচর্চার রূপালি কথন, পেশাদারিত্বের খোঁজে পঁচিশ বছর’ এই স্লোগান নিয়ে শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার প্রথম পর্ব আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শব্দাবলী প্রাঙ্গণ থেকে সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়।

যা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়।

পরে সেখানেই প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন করেন দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব বিশ্বনাট্য সংস্থা (আইটিআই) বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

অনুষ্ঠানে পঁচিশ বছর পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান সংস্কৃতিজন সাহান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা, নৃত্য ও বরিশাল শিশু থিয়েটারের প্রয়োজনায় নাটক ‘অতপর হাট্টিমা হাট্টিমা টিম’ মঞ্চায়িত হয়।

আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এ উৎসবে ভারতের দুটি নাট্য সংগঠনের ৩টি নাটক এবং ঢাকা সহ এদেশের বিভিন্ন বিভাগের ৮টি নাটক প্রদর্শন করা হবে। এছাড়াও স্থানীয় ৩টি দলের নাটকসহ মোট ১৪টি নাটক প্রদর্শন করা হবে উৎসবে।

দেশ ও বিদেশের যেসব সংগঠন তাদের নাটক নিয়ে উৎসবে যোগ দিচ্ছে সেসব দলগুলো হচ্ছে, ঢাকার লোকনাট্য দল, প্রাচ্যনাট, জেন্টেলম্যান প্যান্টোমাইম, কোলকাতার দ্য আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার বাংলা থিয়েটার, কোলকাতার অল্টারনেটিভ লিভিং থিয়েটার, ঢাকার শব্দনাট্য চর্চা কেন্দ্র, যশোরের বিবর্তন, ঢাকার নাট্যধারা, বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটার ও পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার।

আজ ১৫ জানুয়ারি উদ্বোধন হলেও মূল নাট্য উৎসব শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চ ও অশ্বিনী কুমার হল মঞ্চে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়ন করা হবে।

শব্দাবলী’র সভাপতি ও ২৫ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ দুলাল বাংলানিউজকে জানান, ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয় শব্দাবলী। এরপর ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর শাব্দাবলী প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রথম স্টুডিও থিয়েটার। । শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিলো নাটকে পোশাদারিত্ব আনা।
ইতোমধ্যে আমরা ২৪টি নাটকের মধ্যে ৯৮৭টি নাট্য প্রদর্শনী করেছি আমাদের স্টুডিও থিয়েটারে।

নাটকের দর্শক তৈরি, শিল্পমান বজায় রেখে সময়োপযোগী নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়ন করা শব্দাবলীর স্বকীয়তার পরিচয়।

বাংলাদেশের নাট্য ইতিহাসে পেশাদারি নাট্যচর্চায় আমরা স্থান পাব প্রথম সারিতে। এই স্বপ্ন নিয়ে আমাদের নিয়মিত চর্চা, স্টুডিও থিয়েটার আজ ২৫ বছরে পদার্পণ করেছে। নাটক চর্চা ও দেশের সংস্কৃতিকে বেগবান করতে শব্দাবলী অব্যাহতভাবে যে অবদান রেখে চলেছে তার স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানটি অর্জন করেছে অনেক সম্মাননা।

এর মধ্যে ২০০৬ সালে সেরানাট্য দল হিসেবে লাভ করে বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার, ২০০৯ সালে সুবচন নাট্য সংসদ প্রবর্তিত আরজু স্মৃতি পদ লাভ করে শব্দাবলী।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।