ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ব্ল্যাকের ‘আক্ষেপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ব্ল্যাকের ‘আক্ষেপ’

রক সংগীতের জনপ্রিয় দল ব্ল্যাকের নতুন অ্যালবাম বাজারে নেই দীর্ঘদিন। ২০০২-১১ সাল পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশ করেছে তারা।

এগুলো হলো- ‘আমার পৃথিবী’ (২০০১), ‘উৎসবের পর’ (২০০৩), ‘আবার’ (২০০৮) ও ‘ব্ল্যাক’ (২০১১)।

পঞ্চম অ্যালবাম বের হয়নি এখনও। অবশেষে ব্ল্যাকের ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অ্যালবাম প্রকাশের আগেই দলটির নতুন গান সরাসরি শোনার সুযোগ পাচ্ছেন তারা।     

আগামী ২২ জানুয়ারি ‘আক্ষেপ’ শিরোনামের গানটি পরিবেশন করবে ব্ল্যাক। রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে গান শোনাতে সন্ধ্যায় মঞ্চে উঠবেন সদস্যরা। এদিন রেডিও জি’র আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত কনসার্টে থাকছে তাদের পরিবেশনা।

একই কনসার্টে থাকছে আরও কয়েকটি ব্যান্ড এবং একক শিল্পীর পরিবেশনা। তারা হলো- আর্টসেল, যাত্রী, গাছ, অরণ্য, কার্নিভাল, বিবেক, এফ এ সুমন, এহসান রাহী অ্যান্ড ফ্রেন্ডস, অভি কিমবেল, রাজিব, ইসমত আর ইভা, তানজীবসহ অনেকে।   

কনসার্টের আয়োজক জি সিরিজ জানিয়েছে, প্রধান ফটক খুলে দেওয়া হবে ওইদিন বিকেল ৩টায়। পরিবেশনা চলবে গভীর রাত অবধি।

বিভিন্ন মিশ্র অ্যালবামেও রয়েছে ব্ল্যাকের গান। এর মধ্যে উল্লেখযোগ্য- ছাড়পত্র (২০০০), অনুশীলন (২০০১), প্রজন্ম (২০০২), দিনবদল (২০০৩), আগন্তুক (২০০৩), আগন্তুক-২ (২০০৪), লকায়ত (২০০৪), স্বপ্নচূড়া (২০০৪), অফবিট (২০০৪), আগন্তুক-৩ (২০০৫), স্বপ্নচূড়া-২ (২০০৬), আন্ডারগ্রাউন্ড (২০০৬), স্বপ্নচূড়া-৩ (২০০৭), লাইভ নাউ (২০০৭), রক ১০১ (২০০৮), রক ২০২ (২০০৯), রক ৫০৫ (২০১০), চল বাংলাদেশ (২০১১), রক ৬০৬ (২০১১), হাতিয়ার (২০১২)।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।