ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ভারত ছেড়ে দীপিকার উড়াল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, জানুয়ারি ২১, ২০১৬
ভারত ছেড়ে দীপিকার উড়াল দীপিকা পাড়ুকোন

এরই মাঝে এ কথা কম বেশি সকলের জানা হয়ে গেছে, ট্রিপল এক্স সিরিজের নতুন কিস্তিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এর নাম ‘ট্রিপল এক্স- দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’।

তবে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষনা দেননি দীপিকা। কিন্তু স্বীকার করে নিলেন সে কথা। হলিউডযাত্রার জন্য ইতিমধ্যে নিজের দেশ ভারত ছেড়ে উড়াল দিয়েছেন তিনি।

হলিউডযাত্রা সম্পর্কে দীপিকা জানান, ‘আমি খুব আনন্দিত। তবে এটাও বলতে চাই আনন্দিত হওয়ার পাশাপাশি বেশ নার্ভাসও। সবচেয়ে আনন্দের বিষয় হলো, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এই ছবির একটি অংশ হতে পেরে। ’

৩০ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, ‘এ ছবির জন্য আমাকে পছন্দ করার কারণ হয়তো আমার অতীতের কাজগুলোই। আশা করছি ছবিতে আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করবো এবং মানুষ এটি উপভোগ করবে। ’

এর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম ছবিতে ভিন ডিজেলের সঙ্গে দীপিকার অভিনয়ের সম্ভাবনা দেখা দিয়েছিলো। কিন্তু ফাঁকা সময় না থাকায় কাজটি হাতছাড়া হয়ে যায়। দীপিকা জানান, ‘ট্রিপল এক্স- দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির দৃশ্যধারণে অংশ নিতে আরও দু’ সপ্তাহ অপেক্ষা করতে হবে তাকে।

* ভিন ডিজেলকে জড়িয়ে ধরলেন দীপিকা!

* দীপিকা সত্যিই হলিউডে!
* দীপিকার হলিউড যাত্রা শুরু ফেব্রুয়ারিতে
 
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।