ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

রাজধানীর চার প্রেক্ষাগৃহে ‘আন্ডার কনস্ট্রাকশন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, জানুয়ারি ২১, ২০১৬
রাজধানীর চার প্রেক্ষাগৃহে ‘আন্ডার কনস্ট্রাকশন’ ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির একটি দৃশ্য

আলোচিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি)। ২২টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ও বিভিন্ন পুরষ্কারজয়ী ছবিটি মুক্তি পাচ্ছে রাজধানীর চারটি প্রেক্ষাগৃহে।

এটি পরিচালনা করেছেন ‘মেহেরজান’খ্যাত নির্মাতা রুবাইয়াত হোসেন।  

ছবিটি বাংলাদেশে প্রিমিয়ার হয় গত ১৪ জানুয়ারি। ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ছিলো এটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ জানায়, শুরুতে ছবিটি মুক্তি পাচ্ছে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা ও শ্যামলী স্কয়ারে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য হলেও দেখা যাবে ‘আন্ডার কনস্ট্রাকশন’।

ছবির গল্পে দেখা যাবে, ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রে অভিনয় করে রয়া। এক যুগ ধরে মঞ্চে নন্দিনীর ভূমিকায় অভিনয় করছে সে। কিন্তু বয়স বেড়ে যাওয়ায় দলনেতা চরিত্রটিতে আরেকজনকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি স্বামীর যান্ত্রিক হিসাব-কষা জীবন তাকে হতাশ করে, একাকীত্বের জন্ম দেয়। এতে রুনা চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সাহানা গোস্বামী (রা.ওয়ান, রক অন, মিডনাইট চিলড্রেন)।

ভারতীয় অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। এবারই প্রথম বাংলাদেশি ছবিতে কাজ করলেন তারা। বাংলাদেশের অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, শাহাদাৎ হোসেন, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

আন্ডারকনস্ট্রাকশন ছবিতে গান থাকছে তিনটি। এর মধ্যে অর্ণবের সঙ্গীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ী। দুটোই ‘রক্তকরবী’র গান। পুরো ছবির আবহসঙ্গীত করেছেন অর্ণব।

রুবাইয়াত বলেছেন, ‘এ দেশের নারীরা নিজেদের প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার ও নির্মাণ করছে। মেয়েদের মধ্যে জীবনযাত্রাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এটা চলমান প্রক্রিয়া। গল্পটা রাজধানীকেন্দ্রিক। শহরটাকে বরাবরই নির্মাণাধীন মনে হয়। তাই ছবির নাম আন্ডার কনস্ট্রাকশন। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।