ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

১৫ বছরের সংসারে ভাঙন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, জানুয়ারি ২২, ২০১৬
১৫ বছরের সংসারে ভাঙন ফারহান আখতার ও অধুনা ভবানী

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানী এখন ৪২ বছর বয়সী এই অভিনেতার প্রাক্তন স্ত্রী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তাদের বিচ্ছেদের বিষয়টি সবার সামনে প্রকাশ করেন তারা।

দীর্ঘদিনের মনোমালিন্যের পর অবশেষে আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন দু'জনে। দাম্পত্য কলহ নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি ফারহান। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে এই দম্পতিকে। কিন্তু তাদের ভেতর যে এতো ঝড় বইছে, তা টের পাননি কেউ।

বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফারহান ও অধুনা পৃথক বক্তব্য দিয়েছেন। তারা বলেন, ‘আমরা অনেক ভেবেচিন্তে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সন্তানরা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই বাবা-মা হিসেবে আমাদের সন্তানদের সব দায়িত্ব আমরা পালন করবো। সবধরনের গুঞ্জন এবং  কটুক্তি থেকে তাদের সরিয়ে রাখাই হবে আমাদের অন্যতম কাজ। ’

‘দিল চাহতা হ্যায়’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ফারহান। ওই ছবিতে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেন অধুনা। এর সূত্র ধরে দু'জনের পরিচয়। স্ত্রীর থেকে ছয় বছরের ছোট ফারহান। তবে বয়সের ব্যবধান ভুলে তিন বছর প্রেমের করার পর ২০০০ সালে বিয়ে করেন তারা। সাকিয়া এবং আকিরা নামে দুই কন্যাসন্তান আছে ফারহান ও অধুনার।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।