ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ইমরানের গানের ভিডিওতে পিয়া বিপাশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, জানুয়ারি ২২, ২০১৬
ইমরানের গানের ভিডিওতে পিয়া বিপাশা ইমরান ও পিয়া বিপাশা/ ছবি: সোলায়মান হারুনী মৃদুল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংগীতশিল্পী ইমরানের আরেকটি নতুন খবর। তার জনপ্রিয় গান 'ফিরো আসো না'র ভিডিও তৈরি হচ্ছে।

এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী পিয়া বিপাশা।

শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। মাওয়াতেও হবে কাজ। এর নির্দেশনা দিচ্ছেন চিত্রগ্রাহক চন্দন রয় চৌধুরী।

'ফিরো আসো না' গানটি বাজারে আসে সংগীতা থেকে প্রকাশিত ইমরানের 'বলতে বলতে চলতে চলতে' একক অ্যালবামে। এর কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান।

আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ভিডিওটি প্রকাশ হবে ইউটিউবে। ইমরান বললেন, 'স্টুডিওতে আমি গাইছি, এ গানের এমন একটি ভিডিও ইউটিউবে দেখা হয়েছে আট লাখ বার। তাছাড়া গানটির ভিডিও নির্মাণের অনেক অনুরোধ এসেছে শ্রোতাদের কাছ থেকে। তাই এ উদ্যোগ নেওয়া। '

পিয়া বিপাশা এর আগে হাবিবের 'হারিয়ে ফেলা ভালোবাসা' শিরোনামের একটি ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন।  

বাংলাদেশ সময় : ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।