ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ওবামার সঙ্গে আবার মল্লিকার সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ওবামার সঙ্গে আবার মল্লিকার সেলফি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও মল্লিকা শেরাওয়াত

বেশ কিছুদিন ধরেই বলিউডে খবর নেই মল্লিকা শেরাওয়াতের। জনপ্রিয় এই অভিনেত্রী এখন আছেন যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের চমকে দিয়েছেন তিনি।

টুইটারে একটি ছবি শেয়ার করেছেন মল্লিকা। যেখানে তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সৌভাগ্য একক, অদ্বিতীয় ও দক্ষ প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আবার দেখা হলো। ’

এর আগে ২০১১ সালে বারাক ওবামার সঙ্গে তোলা সেলফি দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। সর্বশেষ ২০১৫ সালের ‘ডার্টি পলিটিকস’ ছবিতে দেখা গেছে মল্লিকাকে। এতে তার সহশিল্পী ছিলেন ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, অনুপম খের ও জ্যাকি শ্রফ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।