ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কুমার বিশ্বজিতে গুণমুগ্ধ এক সন্ধ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
কুমার বিশ্বজিতে গুণমুগ্ধ এক সন্ধ্যা ছবি: সোলায়মান হারুনী মৃদুল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেখ সাদী খান, সৈয়দ আবদুল হাদী, নকীব খান, সামিনা চৌধুরী, আসিফ আকবর- বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগীতাঙ্গনের এমন অনেক তারকা একত্রিত হয়েছিলেন। উদ্দেশ্য একটাই, ৩৪ বছর বয়সী এক শিল্পীকে শুভকামনা জানানো।

তিনি আর কেউ নন, কুমার বিশ্বজিৎ। ব্যক্তি বিশ্বজিৎ নয়, ৩৪ হচ্ছে তার সংগীতজীবনের বয়স।   

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে কুমার বিশ্বজিতের প্রথম দ্বৈত অ্যালবাম ‘সারাংশে তুমি’র ডিজিটাল প্রকাশনা উপলক্ষে বসেছিলো তারাদের মিলনমেলা।   অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুনমুন।

সন্ধ্যা সাড়ে ৬টার অনুষ্ঠান শুরু হতে হতে রাত আটটা। উপস্থিত সুধীজনদের বক্তব্যের পর নতুন অ্যালবামের একাধিক গানের ভিডিও দেখানো হয়। এরপর ছিলো ‘চিরসবুজ’ কুমার বিশ্বজিতের একক সংগীত পরিবেশনা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ দিয়ে অনুষ্ঠান শুরু করলেন তিনি। এরপর একে একে গেয়ে শোনান- ‘যেখানে সীমান্ত তোমার’, ‘তুমি রোজ বিকেলে’, ‘ও ডাক্তার’, ‘একটা চাঁদ ছাড়া রাত’, ‘একদিন বাঙালি ছিলাম রে’ প্রভৃতি জনপ্রিয় গান। এর অধিকাংশই গেয়েছেন অনুরোধের ভিত্তিতে। মাঝে তার আহ্বানে মঞ্চে ওঠেন তরুণ প্রজন্মের গায়ক কিশোর দাস। দুই প্রজন্মের দুই শিল্পীর মেলবন্ধন দারুণ উপভোগ্য হয়ে ওঠে।

এ আয়োজনে বক্তব্য রেখেছেন শিল্পী কুমার বিশ্বজিতের শুভাকাঙ্ক্ষী তথা আমন্ত্রিত অতিথিরা। সংগীতাঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে নূর তাপসসহ বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। নিজেদের বক্তৃতায় তারা একটা বিষয়ই পরিস্কার করেছেন, নানাভাবে কুমার বিশ্বজিতের গান তাদের সুখ-দুঃখের সঙ্গী। তার নতুন অ্যালবামের জন্য শুভকামনাও জানান সবাই।

এ আয়োজন করেছে ইবি সল্যুশন্স লিমিটেড। পথযাত্রার ১২ বছরে পদার্পণের মুহূর্তটি তাদেরই অঙ্গ প্রতিষ্ঠান বাংলা ঢোল বাজারে এনেছে ‘সারাংশে তুমি’। অ্যালবামটিতে কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতা।

অ্যালবামে গান রয়েছে মোট আটটি। এগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল, ইব্রাহিম ফাতমি, শফিক তুহিন, জুলফিকার রাসেল, হেনা ইসলাম ও পঞ্চু ভট্টাচার্য। নকিব খানের সুরে ‘সাম্পানে বাঁধিব ঘর’ ছাড়া অন্যান্য গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই।

‘সুযোগ পেলে’ ও ‘আমার শেষ’ গানের ভিডিও তৈরি হয়েছে। আরও ৬টি গানের ভিডিও নিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ করবে বাংলা ঢোল। এর গল্প লিখছেন গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর ভিডিও পরিচালনা করছেন আশিকুর রহমান। এতে মডেল হিসেবে কাজ করছেন অন্তু করিম এবং রাহা তানহা খান। আগামী পহেলা বৈশাখে অ্যালবামটি সিডি আকারে বাজারে প্রকাশ করা হবে।

‘সারাংশে তুমি’ অ্যালবামের গানগুলো এখন শোনা যাচ্ছে ৪৬৪৬৫ নম্বরে ডায়াল করে। এজন্য বাংলা ঢোল অ্যাপ, ‘বাংলালিঙ্ক বাংলা ঢোল অ্যাপ’ ডাউনলোড করে এবং বাংলালিংকঢোল ডটকমে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে। আর গানগুলোর ভিডিও দেখা যাচ্ছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে। কুমার বিশ্বজিতের ফেসবুক পেজেও থাকছে গানগুলো।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।