পূজা সেনগুপ্ত নাচের মেয়ে। তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারে কয়েকটি নৃত্যনাট্যে কাজ করে প্রশংসিত হয়েছেন।
পরিচালনার পাশাপাশি নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আল মনসুর। এ ছাড়া কান্তবাবু চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। অন্যান্য চরিত্রে আছেন খায়রুল আলম সবুজ, লায়লা হাসান, শাহজালাল সবুজ প্রমুখ।
অভিনয় প্রসঙ্গে পূজা বাংলানিউজকে বললেন, ‘খুব ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে কয়েকটি নাটকে কাজ করেছি। তবে বেড়ে ওঠার পর এটাই আমার প্রথম নাটক। আল মনসুরের মতো গুণী একজন শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে হাতছাড়া করিনি। এটা মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। শিল্পের ব্যাপারে তিনি খুব প্যাশনেট। আমার মধ্যেও এই প্যাশন কাজ করে। তবে অভিনয় নয়, নাচটাই করবো মূলত। ’
এদিকে আল মনসুর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সত্ত্বার সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে আছেন। তিনি চির আধুনিক। তাই কবিতায় ফুটে ওঠা প্রতিটি চরিত্র আর গল্পে বড় রকমের কোনো পরিবর্তন না এনে নান্দনিক নাটক নির্মাণের চেষ্টা করেছি। ’
রোববার (৮ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলেক্ষে বিটিভিতে রাত ৯টায় নাটকটি প্রচার হবে। ‘পরনে ঢাকাই শাড়ি’ প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’ অসাধারণ একটি কবিতা, আল মনসুরের মতো বড়মাপের একজন নির্মাতার হাতে কবিতাটি চমৎকার নাটকের ভাষা পেয়েছে। নির্মাণে কোনো রকম ছাড় দিইনি আমরা। বিটিভির স্টুডিওতে সেট তৈরি করে এবং গাজীপুরের কালিয়াকৈরে কাজ হয়েছে। ”
বাংলাদেশ সময় : ১১৫৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
জেএইচ