মা দিবস উপলক্ষে সাত দেশের নয়জন শিল্পী কণ্ঠ দিলেন একটি গানে। পৃথিবীর সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি তৈরি করেছে তারা।
শিল্পীদের মধ্যে জয় শাহরিয়ার বাংলায়, আমির সাইদ হিন্দিতে, দানিয়াল ফরাসিতে, নোরা জার্মান ভাষায়, ইয়রগো এল্কা আরবিতে, আলেক্সান্দার রুশ ভাষায় এবং স্তেফেনি ফরিয়ান গেয়েছেন ইংরেজিতে।
এ গানের বাংলা অংশ লিখেছেন জয় শাহরিয়ার, ইংরেজি অংশটি স্তেফেনি ফরিয়ানের লেখা। বাকি অংশ জার্মান শিল্পী নোরার লেখা থেকে অনুবাদ করা হয়েছে। সমন্বয় করেছেন নাবিদ সালেহীন নিলয়। গানটিতে ফরহাদ পিয়ানো, নাবিদ বেইজ বাজিয়েছেন আর ভায়োলিন বাজিয়েছেন নোরা।
একুশে ফেব্রুয়ারিতে ১২ ভাষায় 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি পরিবেশন করে আলোচনায় আসে প্রজেক্ট ২১।
বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
জেএইচ