ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৈয়দ আব্দুল হাদী পাচ্ছেন নজরুল একাডেমির সম্মাননা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২০, ২০১৬
সৈয়দ আব্দুল হাদী পাচ্ছেন নজরুল একাডেমির সম্মাননা সৈয়দ আব্দুল হাদী

এ বছর নজরুল একাডেমির সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ৪ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে নজরুল একাডেমি। আগামী ২৪ শুরু হবে এ আয়োজন। এতে গানে, কবিতায়, আলোচনায় নজরুল স্মরণ ছাড়াও থাকছে কমরেড মুজফফর আহমদ স্মরণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৮তম নজরুল একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

শুক্রবার (২০ মে) সকালে মগবাজার বেলালাবাদ কলোনীর নজরুল একাডেমি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত জানানো হয়। এতে আয়োজক প্রতিষ্ঠানের সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফের  সভাপতিত্বে এসব তথ্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মিন্টু রহমান। সংবাদ সম্মেলনে আরও ছিলেন সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল গফুর, প্রচার সম্পাদক রেজা মতিন প্রমুখ।

আয়োজকরা জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মূল অনুষ্ঠান হবে ২৪ ও ২৫ মে । প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান। চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আজীবন সংগীত সাধনায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এদিন গুণী এই শিল্পীকে নজরুল একাডেমি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে থাকবে নজরুলের শিশু সাহিত্য ‘খুকি ও কাঠবিড়ালি’ কবিতা অবলম্বনে নাটক। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পী ও নজরুল একাডেমির শিল্পীবৃন্দ একক সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে আবৃত্তি করবেন শামীমা চৌধুরী।

এদিকে ২৫ মে বুধবার দ্বিতীয় দিনে বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জাতীয় কবির জন্মদিন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ২০, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।