সংগীতাঙ্গনের একঝাঁক তারকা মঙ্গলবার (২৪ মে) বিকেলে মিলিত হয়েছিলেন। তাদের হাত ধরে খুলে গেলো গানের আরেকটি দিগন্ত।
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির গ্রাহকেরা এই সেবার আওতায় দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদের গান উপভোগ করতে পারবেন। এ জন্য শুধু ডাউনলোড করতে হবে রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীদের মুঠোফোনে সচল থাকতে হবে ডেটা প্ল্যান। এর বাইরে এই অ্যাপ ব্যবহার করে নতুন-পুরনো কোনো গান শুনতেই কোনো চার্জ লাগবে না।
অনুষ্ঠানে বলা হয়, এই প্ল্যাটফর্মটি শিল্পী ও গীতিকারদের মেধাস্বত্বের মর্যাদাও নিশ্চিত করবে। অর্থাৎ অ্যাপটিতে যাদের গান যতোবার শোনা হবে, তার ওপর ভিত্তি করে শিল্পী ও গীতিকারেরা পাবেন রয়্যালটি। রবি ও ইয়োন্ডার মিউজিক কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা।
সংগীতশিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, মাকসুদ, টিপু, হামিন আহমেদ, হাবিব ওয়াহিদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, তুহিন, জিয়া, সুমি, পিন্টু, অর্ণব, বালাম, জয় শাহরিয়ার, জোহাদ, সন্ধি, জালালসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিলো একটি নতুন গানের পরিবেশনাও। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে নেওয়া ‘বজ্রে তোমার বাজে বাঁশি’ গানটির নতুন সংগীতায়োজন করেছেন অর্ণব। এটি রবি ইয়োন্ডার মিউজিক সেবার উদ্বোধনী গান হিসেবে অনুষ্ঠানে পরিবেশিত হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, হাবিব, অর্ণব, এলিটা, কনা, চিরকুট, নেমেসিস, বালাম, হৃদয় খান, পান্থ কানাইসহ আরও কয়েকজন। গানটির ভিডিওটি উন্মোচিত হয় অনুষ্ঠানে। ‘রবি ইয়োন্ডার মিউজিক সেবা’র শুরুতেই চমক হিসেবে চিরকুট ও যুক্তরাষ্ট্রের গানের দল টোয়েন্টিফোর হোরাস-এর যৌথ পরিবেশনা যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এসও