‘এই গাছ-পালা, নদ-নদী, পশু-পাখি আছে বইলাই আমরা বাঁইচা আছি। এরা যেদিন থাকবো না।
পাখি ছাড়ার অপরাধে পরাণের ওপর দিয়ে অনেক ঝড়-তুফান বয়ে যায়। গাছে বেঁধে রাখা হয় তাকে। নির্জন রাতের একসময় পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় পরাণ। ওই রাতেই বিচার থেকে ফেরার পথে নিখোঁজ হয় মেম্বার। দু’দিন পর মেম্বারকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হাজির হয় পরাণ। মেম্বারের কাছ থেকে জানা যায় পরাণই তাকে আটকে রেখেছিলো। সবাই বিস্ময়ে হতবাক!
পাখির প্রতি অপার ভালোবাসার এই গল্প নিয়ে তৈরি হলো টেলিফিল্ম ‘বিহঙ্গ মায়া’। এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। ৬০ মিনিটের এ টেলিফিল্মের গল্প ভাবনা মুকিত মজুমদার বাবুর। নাট্যরূপ দিয়েছেন তুষার কান্তি সরকার।
পরাণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়াও আছেন নাজনীন চুমকি, ডা. এজাজ, শিরিন আলম, সফিক খান দিলু, বহতা নদী, রানা খান প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামী ৩ জুন চ্যানেল আইতে দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হবে ‘বিহঙ্গ মায়া’।
বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
জেএইচ