একটি বা দুটি নয়, ১০ দিনে পাঁচটি নাটকের কাজ শেষ করেছেন স্পর্শিয়া। এগুলোর কাজ করতে তিনি গিয়েছিলেন ইন্দোনেশিয়ায়।
স্পর্শিয়া বাংলানিউজকে বলেন, “নাটকের কাজে গিয়েছিলাম ইন্দোনেশিয়ায়। ২৪ মে রাতে ফিরেছি। ‘অনুভবে অনুভূতি’, ‘স্বপ্ন’, ‘শূন্যতা’সহ ৫টি নাটকের শুটিং করেছি সেখানে। ”
অভিনেত্রী স্পর্শিয়া জানান, ৫টি নাটকের পরিচালক একজনই। তিনি শাখাওয়াত মানিক। অধিকাংশ নাটক প্রচার হবে ঈদে।
এদিকে দেশে ফিরেই জনপ্রিয় এই মডেল শেষ করেছেন ‘লিডার’ নামে টেলিছবির কাজ। এতে তার বিপরীতে আছেন অর্ণব অন্তু। ইয়াসির আরাফাত ও সুব্রত শুভর রচনা এবং রাফসান আহসানের পরিচালনায় তৈরি হয়েছে ‘লিডার'। এটিও প্রচার হবে ঈদে।
স্পর্শিয়া বলেন, ‘টেলিছবিটিতে আমার চরিত্রের নাম শম্পা, কলেজ ছাত্রী। অর্নব অন্তুর চরিত্রের নাম ইমরান, রাজনীতি করে। এই অঙ্গনে ইমরানের বেশ জনপ্রিয়তা দেখে শম্পা ওর প্রেমে পড়ে। তবে বিষয়টি বলতে পারে না। এ নিয়ে কাহিনি এগিয়ে যায়। ’
এছাড়া ঈদুল ফিতরের আরও কয়েকটি নাটকে পাওয়া যাবে স্পর্শিয়াকে। সব ঠিক থাকলে এই ঈদে নিজের লেখা নাটকেও পর্দায় আসতে পারেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
জেএম/এসও