ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঋত্বিক ঘটকের নাটক আনছে দৃষ্টিপাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
 ঋত্বিক ঘটকের নাটক আনছে দৃষ্টিপাত

দারিদ্র্য মানুষের জীবনকে করে তোলে বিষাদময়। দারিদ্র্যের কষাঘাতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

এক শ্রেণির মানুষ শোষিত হতেই থাকে। শোষিত মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে নানা প্রতিকূলতার বিরুদ্ধে। মানব জীবনের এই সঙ্কট নিয়ে ঋত্বিক ঘটক ১৯৫০ সালে লিখেছিলেন ‘জ্বালা’ নাটকটি।

ঋত্বিক ঘটকের সেই নাটক দেখা যাবে ঢাকার মঞ্চে। প্রযোজনা করেছে দৃষ্টিপাত নাট্যদল। শুক্রবার (৩ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে ‘জ্বালা’র উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রদর্শনীর উদ্বোধন করবেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সম্প্রীতি নাট্য পরিষদের সদস্য সচিব কামাল বায়েজীদ ও নাট্যতীর্থ প্রধান তপন হাফিজ।

‘জ্বালা’ নাটকের কাহিনি গড়ে উঠেছে সমাজের কঠিন বাস্তবতাকে নিয়ে।   নাটকের চরিত্ররা জীবন যুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে একদিন আত্ম-হননের পথ বেঁচে নেয়। তাদের উপলব্ধি ছিলো আত্মহত্যার মধ্য দিয়ে মুক্তির উপায় খুঁজে পাবে। বাস্তবে কি সেটা সম্ভব হলো ? মানুষের মুক্তি আসে কোন পথে? সেই প্রশ্নরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে নাটকটিতে।

‘জ্বালা’ নাটকের কুশীলব তালিকা এমন- সুমী ইসলাম, মারুফ ইসলাম, আব্দুল হালিম আজিজ, রাকিব হোসেন ইভন, অভিজিৎ সেনগুপ্ত ও সুনীল কুমার দে । ‘জ্বালা’র নিদের্শনা  দিয়েছেন  অভিজিৎ সেনগুপ্ত ।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ৩১, ২০১৬

জেএম/এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।