ছেলেরা বাইরে কাজ করবে আর নারীরা ঘর সামলাবে। এটাই চেনা চিত্র।
নারীপ্রধান এই গ্রামকে দেখা যাবে ‘রাণীরাজ্য’ নামের একটি ধারাবাহিক নাটকে। এটি লিখেছেন সকাল আহমেদ, পরিচালনাও তার। তিনি জানালেন, গল্পে অন্য শহর থেকে এক ব্যক্তি এসে এই গ্রামে হাজির হন। স্বাভাবিকভাবে নারীদের রাজত্বে নিজেকে মানাতে পারেন না তিনি। গ্রামটির সমাজ ব্যবস্থা বদলানোর পরিকল্পনা মাথায় আসে তার।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অরুণা বিশ্বাস, ডা. এজাজ, তৌসিফ মাহবুব, প্রাণ রায়, নাজিরা আহমেদ মৌ, দোলন দে’সহ অনেকে।
গত ৩ মে থেকে ৬০ পর্বের নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। কাজ হচ্ছে পূবাইলের পাঁচটি বাড়িতে। চলবে আগামী ৩ জুন পর্যন্ত। কোরবানি ঈদের পর থেকে বেসরকারি একটি টিভি চ্যানেলে সপ্তাহে দুই দিন এটি প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
টিএস/জেএইচ