ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফারুকীর সামনে নতুন অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ফারুকীর সামনে নতুন অভিজ্ঞতা মোস্তফা সরয়ার ফারুকী-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যুক্তরাজ্যের লন্ডনে আগামী ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া ১৫তম ইস্ট এন্ড চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হলেন বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বেস্ট ফিচার প্রাইজ বিভাগের বিজয়ী নির্বাচনে কাজ করবেন তিনি।



ফারুকীর পাশাপাশি বিচারক হিসেবে আরও থাকবেন ‘হেলবয়’ তারকা রন পার্লম্যান, ‘সাফ্রাগেট’-এর পরিচালক সারাহ গ্যাভরন ও তুর্কি পরিচালক তলগা কারাসেলিক এবং আবুধাবির চলচ্চিত্র লেখক ও প্রযোজক কলিম আফতাব।  স্ক্রিন ডেইলি এ খবর জানিয়েছে। ইস্ট এন্ড উৎসব চলবে ৩ জুলাই পর্যন্ত। এবারের আসরে ফোকাস করা হবে তুরস্ককে।

জানা গেছে, দেশে থেকেই অনলাইনে ছবি দেখা ও ই-মেইলে রায় পাঠানোর মাধ্যমে ইস্ট এন্ড উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুকী। কারণ তিনি নিজের ‘ডুব’ (নো বেড অব রোজেস) ছবির পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত। এতে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, রোকেয়া প্রাচী, পার্নো মিত্রসহ অনেকে।  

ফারুকী তার ফেসবুকে স্ক্রিন ডেইলির লিংক শেয়ার করে লিখেছেন, ‘এ উৎসবের অংশ হতে পেরে আমি আনন্দিত। জানি কাজটা খুব সহজ হবে না। সশরীরে থাকতে পারলে আলোচনা ও তর্ক-বিতর্কে অংশগ্রহণের সঙ্গে সহ-বিচারকের সান্নিধ্য পাওয়া যেতো। তথাপি ই-জুরির মতো নতুন একটা অভিজ্ঞতা নেওয়া হবে এ আয়োজনের মাধ্যমে। ’

বাংলাদেশ সময় : ১৭৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।