ভারতে বাংলা ও হিন্দি গানের জগতে পরিচিত মুখ অন্বেষা দত্ত গুপ্ত দুই বছর পর আবার ঢাকায় আসছেন। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ২২ বছর বয়সী এই কণ্ঠশিল্পী।
এদিন রাজধানীর উত্তরা ক্লাবে রূপায়ন সিটির একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অন্বেষা। তার পরিবেশনা তত্ত্বাবধানের দায়িত্বে আছেন তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হীরক দাশগুপ্ত।
অন্বেষার পাশাপাশি ঢাকায় সংগীত পরিবেশন করতে আসছেন মধুরিমা বসু ও ত্রিজয় দেব। তারা কলকাতায় ফিরে যাবেন আগামী ৩ জুন।
২০১৪ সালে দেশ টিভির ঈদ আয়োজনে সরাসরি সম্প্রচারিত হওয়া ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে এসেছিলেন অন্বেষা। বাংলাদেশের ছবিতেও গান গেয়েছেন তিনি। রাজু আহমেদ পরিচালিত 'ভুল' এবং তন্ময় তানসেন পরিচালিত 'পদ্মপাতার জল' ছবিতে তার গাওয়া গান শোনা গেছে।
‘স্টার ভয়েস অব ইন্ডিয়া ছোটে ওস্তাদ’ প্রতিযোগিতার রানারআপ অন্বেষা 'রাঞ্ঝনা' ছবিতে এআর রহমানের সুরে শ্রেয়া ঘোষালের সঙ্গে ‘বেনারসিয়া’ শিরোনামের একটি দ্বৈত গান গেয়েছেন। তার জনপ্রিয় হিন্দি গানের তালিকায় আরও আছে হিমেশ রেশামিয়ার সুরে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে ‘জ্বলতে দিয়ে’ ও ‘ডেঞ্জারাস ইশক’-এর ‘ইশক মে রুসওয়া’, প্রীতমের সুর-সংগীতে ‘গোলমাল রিটার্নস’ ছবির ‘থা কার কে’, ইসমাইল দরবারের সুরে ‘কাঞ্চি’র ‘তু সব কুছ রে’ ও ‘কোশাম্পা’ প্রভৃতি।
বাংলা ছবির গানে অন্বেষা প্রথম কণ্ঠ দেন ঋতুপর্ণ ঘোষের ‘খেলা’য়। ‘ছোটে ওস্তাদ’ প্রতিযোগিতা শেষ হওয়ার ২০-২৫ দিনের মধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেন গানটির সুরকার রাজা নারায়ণ দেব। এরপর বাংলা ছবির অনেক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বোঝে না সে বোঝে না’, ‘দিন দুপুরে মনের ঘরে’, ‘তোর আর আমার এই হালকা হালকা প্রেমের’ প্রভৃতি।
বাংলাদেশ সময় : ১৯৩২ ঘণ্টা, জুন ০১, ২০১৬
জেএইচ