উগ্রপন্থীদের কবলে পড়ে বন্দি হন ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের কিছু মানুষ। এই বন্দিদশা থেকে পালিয়ে যায় সালমা নামের এক তরুণী।
পরবর্তীতে সালমা আবারও উগ্রপন্থীদের হাতে ধরা পড়ে ও ধর্ষিত হয়। তারপর সালমাকে পুড়িয়ে হত্যার জন্য বধ্যভূমিতে নিয়ে যাওয়া হয়।
গল্পটি ‘গহনযাত্রা’ নাটকের গল্প। পদাতিক নাট্য সংসদ (টিএসসি) মঞ্চে আনছে এটি। লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করবেন শামছি আরা সায়েকা।
জানা গেছে, আগামী ৪ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি প্রদর্শনী হবে আমন্ত্রিত অতিথিদের জন্য।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ০২, ২০১৬
জেএম/জেএইচ