ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বলিউডে যে ‘দেবদাস’ অসমাপ্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ২, ২০১৬
বলিউডে যে ‘দেবদাস’ অসমাপ্ত ধর্মেন্দ্র ও হেমা মালিনী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ধ্রুপদী উপন্যাস ‘দেবদাস’ নিয়ে বলিউডে একাধিক ছবি হয়েছে। আরও একটি তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছিলো।

এতে নাম ভূমিকায় ধর্মেন্দ্র আর পার্বতী চরিত্রে নির্বাচন করা হয় হেমা মালিনীকে। কিন্তু ওই ‘দেবদাস’ এখনও আলোর মুখ দেখেনি।

আশির দশকে অসমাপ্ত ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন গুলজার। পরিচালকও ছিলেন তিনি।   অজানা কারণে দুই রিল নির্মাণের পর এর কাজ বন্ধ হয়ে যায়। এ খবর খুব কম চলচ্চিতপ্রেমীরই জানা।

ন্যাশনাল ফিল্ম আর্কাইভস অব ইন্ডিয়ার (এনএফএআই) পরিচালক প্রকাশ মাগদুম বুধবার (১ জুন) এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা ওই দুটি রিল খুঁজে বের করার চেষ্টায় আছি। এ ব্যাপারে গুলজারের সঙ্গেও কথা বলেছি। আশা করছি শিগগিরই এটি সংগ্রহ করে আমাদের সংগ্রহশালায় সংরক্ষণ করতে পারবো। ’

মাগদুম আরও জানান, এনএফএআই ১৯৩৪ থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭৯০টি স্মরণীয় হিন্দি ছবির প্রোডাকশনের বিবরণীসহ বুকলেট সংগ্রহ করেছে। এগুলোকে হিন্দি ছবির স্বর্ণযুগের ডাটাবেজ ভাবছেন তারা।

আশির দশকের আগে হিন্দি ছবিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন কুন্দনলাল সায়গল ও দিলীপ কুমার। ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে এ চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। এতে পাবর্তীর ভূমিকায় ঐশ্বরিয়া রাই আর চন্দ্রমুখী চরিত্রে ছিলেন মাধুরী দীক্ষিত। এরপর অনুরাগ কাশ্যাপ কালজয়ী গল্পটিকে সমকালীন আঙ্গিকে উপস্থাপন করেন দেব ডি' ছবিতে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।